রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে মাদকদ্রব্যসহ ৬৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারকৃতরা মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের দায়ে অভিযুক্ত। অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৫ হাজার ৭৭৯ পিস ইয়াবা, ৬৬ গ্রাম হেরোইন, ১৭ কেজি ৩৮০ গ্রাম গাঁজা ও ২৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]