রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শুক্রবার | ২২ নভেম্বর ২০২৪ | ৭ অগ্রহায়ণ ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
রাজনগরে ২৪তম বার্ষিক ১৬ প্রহরব্যাপী যজ্ঞানুষ্ঠানের আয়োজন
মৌলভীবাজার জেলা প্রতিনিধি কপিল দেব দৈনিক শিরোমণিঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলার চাটুরা সার্বজনীন শ্রীশ্রী মদনমোহন সেবাশ্রমে ২৪তম বার্ষিক ১৬ প্রহরব্যাপী শ্রী শ্রী হরিনাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১৪ (ফেব্রুয়ারী) সোমবার থেকে ১৭(ফেব্রুয়ারী) বৃহস্পতিবার পর্যন্ত পূজাঅর্চ্চনাসহ গীতা পাঠ ও ভাগবতীয় আলোচনা সহ নানা আয়োজন করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে সরকারের ঘোষিত শতভাগ মাস্ক পরিধান সহ স্বাস্থ্য বিধি মেনে, সামাজিক দুরত্ব বজায় রেখে উৎসব পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শ্রী শ্রী হরিনাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন উপলক্ষে রাজনগর উপজেলার চাটুরা গ্রামের সার্বজনীন শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমে সাজ সাজ রব চলছে । বিষয়টি নিশ্চিত করেছেন চাটুরা সার্বজনীন শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমের উৎসব পরিচালনা কমিটির সভাপতি বিভাস দেব ও সাধারণ সম্পাদক নারায়ন দেব।তাহারা জানান , চার দিনব্যাপী এ উৎসবের প্রথম দিনের আয়োজনে রয়েছে (১৪ ফেব্রুয়ারী) সোমবার গীতা পাঠও শ্রীমদ্ভগবদগীতা নিয়ে আলোচনা সভা ও অষ্টপ্রহরব্যাপী শ্রী শ্রী হরিনাম যজ্ঞানুষ্ঠান মহোৎসবের শুভ অধিবাস কীর্তন। এদিন কীর্তন পরিবেশন করবেন শ্রীমান অধীর সেন,নিত্যানন্দ সম্প্রদায়, কুলাউড়া। দ্বিতীয় ও তৃতীয় দিনের আয়োজনে রয়েছে (১৫ ফেব্রুয়ারী ও ১৬ ফেব্রুয়ারী ) মঙ্গলবার ও বুধবার ব্রাহ্মমৃহূর্ত থেকে হরিনাম যজ্ঞানুষ্ঠান মহোৎসবের আরম্ভ। সংকীর্তন পরিবেশন করবেন শ্রীশ্রী নবসখী সম্প্রদায় (গোপালগঞ্জ), শ্রীশ্রী জয় মা সম্প্রদায় ( চট্টগ্রাম ),শ্রীশ্রী চন্দ্রাবলী সম্প্রদায় (বরিশাল) এবং আশ্রম সম্প্রদায় (রাজনগর), শ্রীশ্রী পঞ্জবটী সম্প্রদায় (শ্রীমঙ্গল), শ্রীশ্রী রাম কানাই সম্প্রদায় (সিলেট )।এবং সর্বশেষ চতুর্থ দিন পূর্ণাহুতি (১৭ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার দধির ভান্ড ভঞ্জন ও মহোৎসবের সমাপন।চাটুরা সার্বজনীন শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমের উৎসব পরিচালনা কমিটির সভাপতি বিভাস দেব ও সাধারণ সম্পাদক নারায়ন দেব আরও বলেন, চার দিনব্যাপী এই আয়োজনে উৎসবকে সফল করতে সনাতনী ভক্তবৃন্দ, গ্রামবাসী, প্রশাসন ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা বিশেষভাবে সহযোগিতা করছেন। করোনা ভাইরাসের কারণে আগত দর্শনার্থীদের মাস্ক পরা, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানাসহ অন্যান্য সরকারি নির্দেশনা মেনে এবারের উৎসব পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি বছর হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। আমরা আশা করছি এই বছরও ভক্তবৃন্দের উপস্থিতি ও সহযোগিতা পাবো।এদিকে বর্তমান কার্যকরী কমিটির সভাপতি শ্রী রনজিৎ দেব ও সাধারণ সম্পাদক শ্রী বিষ্ণু দেব বলেন, চাটুরা সার্বজনীন শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমে ২৪তম বাষিক ১৬ প্রহরব্যাপী শ্রী শ্রী হরিনাম যজ্ঞানুষ্ঠান গত ২৪ বছর ধরে আমরা এই উৎসবের আয়োজন করে আসছি। সিলেট বিভাগ তথা সারা বাংলাদেশের ও বিদেশে অবস্থানরত সকল সনাতনী ভক্তবৃন্দের কাছে আমাদের যথাসাধ্য প্রচেষ্টা অনুযায়ী নিমন্ত্রণ পাঠানোর চেষ্টা করি। উৎসব উপলক্ষে প্রায় হাজার হাজার ভক্তের মিলন মেলা/ সমাগম ঘটে। গত বছর করোনার কারণে আমরা সীমিত পরিসরে এই আয়োজন করেছি।এই বিষয়ে তাহারা আরও বলেন, আমাদের সকল সদস্য এই উৎসব ঘিরে সার্বিক প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি আপনারা শুনে আনন্দিত হবেন যে এই প্রথম মৌলভীবাজার জেলার চাটুরা গ্রামের সার্বজনীন শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমের পাশে শ্রী শ্রী হনুমান মন্দির অর্জুন দেব ও কপিল দেব তাহাদের উৎসাহ ও উদ্দিপনায় গত ২০১৬ইং সাল হইতে চাটুরা গ্রামের সার্বজনীন শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমে পাশে শ্রী শ্রী হনুমান মন্দিরে হনুমান জয়ন্তী পালন করা হয় এবং গত ০২-০২-২০২২ইং তারিখ বুধবার দীর্ঘ প্রতীক্ষার পর ১৮ই মাঘ ১৪২৮ বাংলা শাস্ত্রানুসারে সংকট মোচন শ্রী হনুমান জিউ'র মন্দির ও মূর্তি প্রতিষ্ঠার মাধ্যমে এইদিন থেকে সকল ভক্ত বৃন্দের দর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে। উৎসবে অংশগ্রহণ ও সকল প্রকার দান সাদরে গ্রহণ করা হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.