নাজমুল হোসেন, রাজবাড়ি জেলা প্রতিনিধিঃ গত সপ্তাহে মোটরসাইকেল কিনে না দেওয়ার জন্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে চান রাজন,এগিয়ে আসে ফায়ার সার্ভিসের একটি ট্রিম, তাঁরা রাজনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন। আরো একবার রাজন ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যা করতে যায়। এতে বাধ্য হয়ে রাজনের পরিবার রাজনকে কিস্তিতে একটি মোটরসাইকেল কিনে দিতে বাধ্য হয়। হাসপাতাল থেকে বের হয়েই মোটরসাইকেল কিনে তিন দিন আগে।
১২ই মার্চ মঙ্গলবার সকালে রাজন ও তাঁর গ্রামের বন্ধু সহপাঠী সোহাগকে নিয়ে ভোর ছয়টার দিকে ঘুরতে বের হয়। রাজনের বাড়ি রাজবাড়ী সদর কালামদিয়া হাইওয়ে ব্রিজের পাশে। তাঁরা ঘুরতে গিয়েছিল আনুমানিক ছয়টার দিকে আলিপুর শান্তিনগর ব্রিজ এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে সেখানেই তাঁদের দুজনেরই মৃত্যু হয়। নিহত দুইজনই দশম শ্রেণীর ছাত্র তাঁরা এখন হাসপাতালের মর্গে পলিথিনের ব্যাগে মোড়ানো । রাজন তাঁদের পরিবারের একমাত্র সন্তান ছিল রাজনকে হারিয়ে পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে গেছেন। রাজনের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।