নাজমুল হোসেন, রাজবাড়ি জেলা প্রতিনিধি: রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ওমর আলী পাড়া সংযোগ সড়কে মাটির টানার ট্রলির চাক্কার পিষ্ঠ হয়ে দৌলতদিয়া আঞ্জুমান কাদেরিয়া দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র লিয়ান (১১)।
১৫ই জানুয়ারি রবিবার বেলা আনুমানিক বারোটার
দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।নিহত রিয়ান (১১) গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের তেনাপঁচা গ্রামের রেজাউল করিমের বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়ান তাঁর খালার বাড়ি ফকির পাড়ায় বাই সাইকেল যোগে বেড়াতে গিয়েছিল। আজ বেলা সাড়ে বারোটার দিকে সাইকেলযোগে খালার বাড়ি থেকে নিজর বাড়িতে ফেরার পথে ওমর আলী মোল্লার পাড়া কলাবাগানের কাছাকাছি আসলে রিয়ান এর পেছন থেকে আসা দ্রুতগতির মাটি টানার টলি গাড়ি তাঁহার বাই সাইকেলকে ধাক্কা দিলে বাই সাইকেল থেকে সিটকে রাস্তায় পড়ে যায় রিয়ান।
মাটি টানা টলি গাড়ির পেছনের একটি চাক্কা রিয়ানের মাথার উপর দিয়ে উঠে গেলে ঘটনা স্থলেই বিয়ানের মৃত্যু হয়।পথচারীরা দুর্ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত রিয়ানের বাবা ও মাকে খবর দেয়। মাটি টানার গাড়িটিকে ধরতে পারেনি কেউ।
রিয়ানের মা পারভীন বেগম ও বাবা রেজাউল করিম বলেন, আমাদের বিয়ে হওয়ার পর থেকে কোন বাচ্চা হতো না। ডাক্তার কবিরাজ দিয়ে চিকিৎসা করার ১০ বছর পর আমার এই রিয়ান এর জন্ম হয়েছে। আমার ছেলে দৌলতদিয়া আঞ্জুমান কাদরিয়া দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র। রিয়ানের মা বিলাপ করে কেঁদে বলে আমার কুল যে খালি করেছে তাঁর বিচার আমরা চাই। মাটিতে গড়াগড়ি করে বিলাপ করে এই কথা বলতে বলতে জ্ঞান হারিয়ে রিয়ানের মা-বাবা।স্বামী স্ত্রীর দুজনেই জ্ঞান হারিয়ে ফেলেছেন তাঁদের চিৎকারে আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]