নাজমুল হোসেন রাজবাড়ি জেলা প্রতিনিধিঃ"করলে জাটকা সংরক্ষণ বাড়বে ইলিশের উৎপাদনএই প্রতিপাদ্যকে সামনে রেখে"রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়নের পদ্মা পাড়ে জাটকা সংরক্ষণ উপলক্ষে মৎস্য জীবীদের সাথে আলোচনা সভা শেষে পদ্মা নদীতে একটি নৌ যান র্যালি অনুষ্ঠিত হয়েছে।
পহেলা এপ্রিল শনিবার সকাল দশটার সময় দৌলতদিয়া ১ নং ফেরি ঘাটের সংযোগ সড়কের উপরে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত টাস্কফোর্স
কমিটির আয়োজনে মৎস্যজীবীদের সাথে আলোচনা সভা শেষে বেলুন উড়িয়ে জাটকা সংরক্ষণ শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
রাজবাড়ী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খান। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজিবের সঞ্চালনায়, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তফা মুন্সী, গোয়ালন্দ ঘাট থানার অফিসার্স ইনচার্জ স্বপন কুমার মজুমদার,জেলা আওয়ামী চালক লীগের সভাপতি তোফাজ্জল হোসেন তপু, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু,দৌলতদিয়া নৌ ফাঁড়ী ইনচার্জ জে এম সিরাজুল কবির প্রমুখ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]