নাজমুল হোসেন, রাজবাড়ি জেলা প্রতিনিধিঃ ভারতের মেদিনীপুর দরবার শরীফের সাজ্জাদানশিন হুজুর পাক রাসুল পাক (সাঃ) এর ৩৫ তম বংশধর বর্তমান সাজ্জাদানশিন হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আল হাসান আল হুসাইনী আল বাগদাদী আল মেদিনীপুরী (আঃ) পাকের আগমন উপলক্ষে
রাজবাড়ী ও গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া খানকা শরীফে লাখো ভক্তের ঢল নামে ।শনিবার সকাল সাড়ে দশটা হুজুর পাকের বহনকারী হেলিকাপ্টার টি দৌলতদিয়ার হেলিপ্যাড অবতরণ করে। এর আগের দিন থেকে বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ভক্তবৃন্দ দৌলতদিয়ার খানকা শরীফে এসে রাত্রি যাপন করেন। হুজুর পাক আসার আগে থেকেই দৌলত দিয়া আঞ্জুমান-ই কাদেরিয়া খানকা শরীফ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার দুই পাশে ভক্তবৃন্দরা হুজুর পাকের আসার অপেক্ষায় করে। পরে বেলা সাড়ে বারোটার দিকে দৌলত দিয়া আঞ্জুমান-ই
কাদেরিয়া খানকা শরীফে ভক্তবৃন্দদের সাথে মোনাজাতে অংশগ্রহণ করেন। মোনাজাত পরিচালনা করেন । মেদিনীপুর বর্তমান গদিনিশীল হুজুর পাকের সফর সঙ্গী বাগদাদ শরীফ থেকে আগত বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী (আঃ) এর বংশধর ও বাগদাদ শরীফের মোতায়াল্লী
হযরত খালিদ আল কাদরী মুনসুর জিলানী (আঃ) । এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী ১ আসনের মাননীয় সংসদ সদস্য,তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী, গোয়ালন্দ পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল, বাংলাদেশ আঞ্জুমান -ই কাদেরিয়া ট্রাস্টি বোর্ডের সভাপতি কাজী বদর উদ্দিন কাঁদু সাধারণ সম্পাদক মুস্তাজিম উদ্দিন ইলতিয়াম,
ঢাকা আঞ্জুমান -ই কাদেরিয়া সভাপতি মাহাবুবু রহমান দুলাল, সহ লাখো ভক্তবৃন্দ প্রমুখ।
দোয়া ও মোনাজাত শেষে রাজবাড়ী জেলার বিভিন্ন খানকা শরীফ পরিদর্শন শেষে বিকেল সুয়া পাঁচটার দিকে দৌলত দিয়া হেলিকপ্যাড থেকে হেলিকাপটারে উড়ে যান ঢাকা খানকা শরীফ এর উদ্দেশ্যে রওনা হন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]