নাজমুল হোসেন, রাজবাড়ি জেলা প্রতিনিধিঃ রাজবাড়ী পাংশা উপজেলা মাছপাড়া ইউনিয়ন কালিনগর গ্রামে স্ত্রী লিপি খাতুন কে কুপিয়ে ও গলা টিপে হত্যার দায়ে স্বামী রুবেল সরদার কে রাজবাড়ী জেলা ১নং আদালতে মৃত্যুদন্ড রায় প্রধান সহ ৫০ হাজার টাকা জরিপানা করেন।
সোমবার অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম আদালত জান্নাতুল নিলিফা জাহান এর আদালতে এই আদেশ প্রদান করা হয়। আদেশের সময় মূল আসামি রুবেল সরদার,স্ব-শরীলে আদালতে হাজির ছিলেন।
নিহতের পিতা মোঃ এলেম আলী বলেন, দুই পরিবারের সম্মতি ক্রমে পারি বাড়িক ভাবে পাংশা উপজেলা মাছপাড়া ইউনিয়নের কালিনগর গ্রামে রুবেল সরদারের সঙ্গে এই বিয়ে হয়। দম্পতির তিনটি ছেলে সন্তান রয়েছে ।
বিয়ের পর হইতেই কলহ চলে আসছিল তাঁরই জের ধরে ১৯শে জানুয়ারি ২০২২ সকাল ৮টার সময় নিজ বাড়িতে গলা টিপে ও কুপিয়ে হত্যা করেন। রুবেল সরদারকে ওই দিনই স্থানীয় জনতা আটক করেন , একইদিনে লিপি খাতুনের বাবা পাংশা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রাজবাড়ী জজ কোর্টের পিপি এডভোকেট উজির আলী বলেন, বাদী পক্ষের আরজি ও আসামি পক্ষের রুবেল সরদারের ও আসামি রুবেল সরদারের স্বীকারোক্তিতে বিজ্ঞ আদালত এই রায় প্রদান করেন । পুলিশের তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে ,সমস্ত সাক্ষীদের জবানবন্দীর উপরে ভিত্তি করে ,আদালত ৩০২ ধারায় অভিযোগ গঠন করেন। পিপি অ্যাডভোকেট উজির আলী আরু বলেন, রাষ্ট্রপক্ষ সহ আমরা এই রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছি ।