নাজমুল হোসেন রাজবাড়ি জেলা প্রতিনিধিঃ দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার খ্যাতনামা দৌলত দিয়া পাটুরিয়া নৌ রোডের ৭ নং ফেরিঘাটে পণ্যবাহীএকটি ট্রাক পদ্মা নদীতে ডুবে গেছে।
৬ মার্চ সোমবার রাত ১০:৩০ ঘটিকা সময়ের দিকে
গোয়ালন্দের দৌলতদিয়া ৭ নং ফেরিঘাটে এই দুর্ঘটনাটি ঘটে।ট্রাকের সহকারি চালক পল্লব দাস বলেন, কুষ্টিয়ার ঘোড়াঘাট থেকে ট্রাকে পিঁয়াজ ও রসুন লোড করেরাত দশটার দিকে দৌলতদিয়া ৭ নং ফেরিঘাটে এসে সংযোগ সড়ক দিয়ে ফেরিতে উঠতে গিয়েফে রি ঘাটে থাকা ফেরির টিকিট চেক ম্যান আমাদের গাড়িটি আটকে দেয় কারণ পেঁয়াজ ও রসুনের উপর কয়েকটি প্লাস্টিকের ড্রাম থাকায়তখন সংযোগ সড়কের পাশেই চাপিয়ে চাকার নিচে যোগান দিয়ে চাক্কার হাওয়া চেক করছিলেনট্রাকের হেলপার পল্লব দাস। এ সময় ট্রাকের স্টেয়ারিং নিয়ে বসে ছিল গাড়ির চালক।
পরে ট্রাকটি ফেরিতে উঠতে গেলে তখন পণ্যবাহী ট্রাকটির ব্রেকে কাজ করছিল না। সে সময় ফেরির পল্টন থেকে পদ্মা নদীতে পড়ে ডুবে যায়।
যাহার নম্বর ঢাকা ঢ ১৪-৮৮৫০ সে সময় পল্টনে থাকা লোকজন পদ্মা নদী থেকে ট্রাক চালককে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
আরিচা অঞ্চলের বিআইডব্লিউটিএ যুগ্ন পরিচালক
ও সহকারী জাহাজ হামজার কমেন্ডার এস এম আজগর আলী বলেন, পদ্মা নদীতে পড়ে ডুবে যাওয়া পিঁয়াজ রসুন ভর্তি ট্রাক ট্রি উদ্ধারের জন্য দুজন দক্ষ ডুবরি ও দৌলতদিয়া নৌ পুলিশের সহযোগিতায় উদ্ধারকারী জাহাজ হামজা আড়াই ঘণ্টা চেষ্টা করে উদ্ধার কাজ সম্পন্ন করেন।