নাজমুল হোসেন,রাজবাড়ি জেলা প্রতিনিধি:ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত,সেই সাথে বিশ্ব ভালোবাসা দিবসের প্রতিপাদ্যকে সামনে রেখে। প্রকৃতির আকাশে আজ ঋতুরাজ বসন্তের আগমন ঘটেছে ঋতুরাজ বসন্ত কে আমন্ত্রণ জানানো জন্য। প্রকৃতি আজ বর্ণিল সাজে সজ্জিত হয়েছে। বসন্তের আগমনে প্রকৃতির সঙ্গে তরুণ তরুণীর হৃদয়ে লেগেছে দোলা। সকল দুঃখ বেদনাকে পেছনে ফেলে বিভেদ ভুলে নতুনের প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে বসন্ত এসে প্রকৃতির দুয়ারে হাজির হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায়, গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজ ক্যাম্পাস সংলগ্ন
বট তলায় সম্মিলিত সাংস্কৃতিক জোট গোয়ালন্দ উপজেলা শাখার আয়োজনে প্রতি বছরের ন্যায়
বসন্ত উৎসব পালন করা হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোট গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি কালের কন্ঠের সাংবাদি গণেশ পালের সভাপতিত্বে ,
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন,সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আবদুল হালিম্ তালুকদার, সাবেক অধ্যক্ষ খন্দকার মুহিত হীরা রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, গোয়ালন্দ ঘাট থানার অফিসার্স ইনচার্জ স্বপন কুমার মজুমদার, শিক্ষক নির্মল কুমার চক্রবর্তী, গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোঃ সিদ্দিক মিয়া, গোয়ালন্দ পেস ক্লাবের সভাপতি রাশেদ রায়হান প্রমুখ।
আয়োজনের মধ্যে ছিল,বসন্তের উপরে সংক্ষিপ্ত বক্তব্য গোয়ালন্দের গহীনে লালন শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় গান, কবিতা আবৃতি, ও শিশু কিশোরদের নৃত্যের অনুষ্ঠানে মধ্য দিয়ে সমাপ্তি হয়।