নাজমুল হোসেন, রাজবাড়ি জেলা প্রতিনিধিঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে হামিদ মৃধার হাট এলাকায় নিজের কৃষ ক্ষেত থেকে উস্তা তুলতে গিয়ে বজ্রপাতে সাইদুল মৃধা (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সাইদুল মৃধা গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের চর দৌলতদিয়া খালেক মৃর্ধার পাড়া
গ্রামের মোঃ জামাল মৃধার ছেলে।
২৭শে এপ্রিল বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার দেবীপুর চরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় চাষী মোহাম্মদ আলী জানান, মোঃ সাইদুল মৃধা সহ আমরা ৫-৬ জন মিলে নিজেদের ক্ষেতে কাজ করছিলাম। হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হলে আমরা দৌড়ে বাড়ির দিকে রওনা দেই কিন্তু সাইদুল মৃধা,কাইয়ুম খা, আসলাম ও ইউসুফসহ ৪জন তখনো মাঠে উস্তা তুলছিল। এমন সময় হঠাৎ করে প্রচন্ড জোরে একটা বজ্রপাতের শব্দ হয়। আর সেই বজ্রপাতটি সাইদুলের গায়ে লাগে তাঁহার নাক,কান দিয়ে রক্ত পড়তে শুরু করে আর সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে এ সময় সাথে থাকা লোকজন তাকে ধরাধরি করে।গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোঃ শফিকুল ইসলাম, তিনি জানান হাসপাতালে নিয়ে আসার পূর্বেই ওই যুবকের মৃত্যু হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]