নাজমুল হোসেন, রাজবাড়ি জেলা প্রতিনিধিঃ রাজবাড়ীর পাংশায় বৃষ্টির সাথে এক বিশাল আকৃতির শিলা পাথর পড়েছে। শনিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরের পাশে চান্দুর মোড় এলাকায় বৃষ্টির সময় সেই বর্ষিত হয়। এরপর মুহূর্তের মধ্যেই ভিডিও চিত্র সামাজিক যোগাযোগের মাধ্যম ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে মোদির দোকানদার হালিম মিয়া জানান, বিকেলে ঝড়-বৃষ্টির সাথে শিলা বৃষ্টি শুরু হয়। এমন সময় হঠাৎ করে আমার দোকানের পাশে বিশাল বড় একটি শিলা পড়ে। ঝড়-বৃষ্টি কমার পরে বিশাল আকৃতির শিলাটি হাতে নিয়ে অনুমান করি ওজন প্রায় ৫ কেজির মতো হবে।
পথচারী আশোক কুমার শীল বলেন, ঝড়-বৃষ্টি থামার পর এখানে এসে শুনি, অনেক বড় আকারের একটি শিলা পাথর পড়েছে। শিলা পাথরটি দেখার পর ও বিশ্বাস করতে পারছি না যে এত বড় শিলা পাথর পড়তে পাড়ে।
স্থানীয় সাংবাদিক মোঃ আলামিন বলেন, এত বড় শিলা পাথর আমি জীবনেও দেখিনি, আজ ই প্রথম দেখলাম বৃষ্টির শেষে প্রেস ক্লাব থেকে হইচই শব্দ শুনতে পাই। এসে দেখি হালিম বিশ্বাস বড় আকারের শিলাটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে।
আল আমিন আরও জানান, শিলা পাথরটি পড়ে ভেঙে যাওয়ার পর ও তিন থেকে চার কেজি ওজন হবে। এই বড় আকৃতির শিলাটি দেখার জন্য আশেপাশের লোকজন এসে ভিড় করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন,
শিলা পাথরের ছবিটি সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখেছি। তবে শিলা পাথরটির আকৃতি দেখে মনে হচ্ছে। এটা শিলা পাথর নয় দেখে মনে হচ্ছে বরফ কলের তৈরি বরফের মত।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাফর সাদিক চৌধুরী বলেন, পাঁচ কেজি ওজনের শিলা পাথর পড়েছে এমন খবর আমিও শুনেছি,
উল্লেখ্য, শিলা পাথরের বিশাল আকৃতির হলেও সাধারণত ওজন অত বেশি হয় না। নথিবদ্ধ ইতিহাসে বিশ্বের সবচেয়ে বড় শিলাটি পড়েছিল বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ১৯৮৬ সালের
কোন একদিন ভয়াবহ ঝড়-বৃষ্টির মধ্যেই ওই শিলাটি পড়েছিল যার ওজন ছিল ১ দশমিক ০২ কেজি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]