নাজমুল হোসেন,রাজবাড়ি জেলা প্রতিনিধিঃ রাজবাড়ীতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্প ফেজ-২'র হড়াই নদী উপ প্রকল্পের আওতায় পানি ব্যবস্থাপনা অ্যাসোসিয়েশন-১, ২, ৩, ৪ এর অধিনে ৫১টি পানি ব্যবস্থাপনা দলের ৯২জন অসহায় ও দুঃস্থনারী সদস্যদের মাঝে ১ টি করে উন্নত জাতের ব্লাক বেঙ্গল ছাগল বিতরণ করা হয়েছে।
২৫শে মে-২৩ বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকা হতে ১২ ঘটিকা পর্যন্ত বেলগাছি পানি ব্যবস্থাপনা অ্যাসোসিয়েশনের চন্দনী ইউনিয়নের চন্দনী বাসষ্টান্ডের পাশে মল্লিক মার্কেটে ৯২ জনের মাঝে এই ছাগল বিতরণ করা হয়।
রুপসা পানি ব্যবস্থাপনা অ্যাসোসিয়েশন-০২ এর সভাপতি আজিম শেখের সভাপতিত্বে, বেলগাছি পানি ব্যবস্থাপনা অ্যাসোসিয়েশন-০১ এর সাধারন সম্পাদক আদ্বুর রশিদ খাঁনের সার্বিক সঞ্চালনায় ও বাবু বিধান চন্দ্র বিশ্বাস যুগ্ম-সম্পাদক এবং সাধারণ সম্পাদক পানি ব্যবস্থাপনা গ্রুপ-০৬ এর সার্বিক ব্যবস্থাপনা ও সহোযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের অ্যাসিস্ট্যান্ট চিফ সোশিয়লজিস্ট আব্দুর রাজ্জাক পি.এম.ও ফরিদপুর সাউথ ওয়েস্ট প্রজেক্ট, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সকল পানি ব্যবস্থাপনা অ্যাসেসিয়েশনের সভাপতি সম্পাদক ও অ্যাসেসিয়েশনের সদস্য, পানি ব্যবস্থাপনা দলের সভাপতি সম্পাদক, রাজবাড়ীতে কর্মরত অত্র প্রজেক্টের সিনিয়র ফেসিলিটেটর উত্তম কুমার বিশ্বাস সহ সকল কমিউনিটি ফেসিলেটেটর, ৯২ জন দুঃস্থ নারীসহ স্থানীয় সকল দলের সাধারণ সদস্যগণ।
অত্র প্রজেক্টের আওতায় রাজবাড়ী জেলার ৪ টি পানি ব্যবস্থাপনায় অ্যাসোসিয়েশনের মধ্যে দুঃস্থ ও অসহায় অস্বচ্ছল সদস্যদের মধ্যে এই ছাগল বিতরণ কালে কেও কেও কান্না বিজারিত কন্ঠে অত্র প্রজেক্টের সকলকে ধন্যবাদ জানান।
তারা বলেন, আমরা এই উন্নত জাতের ব্লাক বেঙ্গল ছাগল পালনের মাধ্যমে আমাদের দরিদ্রতা অবিশাপ হতে উত্তরণের পথ প্রদর্শক হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]