নাজমুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ
রাজবাড়ীর জেলার কালুখালিতে ৩ ছাত্রকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার হরিণ বাড়িয়ার একটি মাদ্রাসা থেকে ওই শিক্ষককে আটক করা হয়।
আটকৃত ওই শিক্ষকের নাম আব্দুল্লাহ আল মামুন।
অভিযোগের ভিত্তিতে কালুখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, শিক্ষক আব্দুল্লাহ আল মামুন ওই ৩ শিশু ছাত্রকে গত ৩ মাস ধরে বিভিন্ন বাহানায় তাঁর রুমে ডেকে ধর্ষণের চেষ্টা করে। ভয়ে ওই শিশুরা তাঁর পরিবারকে কিছু না জানালেও স্থানীয়রা টের পেয়ে ওই শিক্ষককে আটক করলে দোষ স্বীকার করে। পরে তাকে পুলিশের কাছে তুলে দেয় স্থানীয়রা।
ওসি মুহাম্মদ জাহেদুর রহমান আরও জানান, অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। এক শিশুর পরিবার থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ছবি যুক্ত :
নাজমুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ
মোবাইল ফোন নাম্বার ০১৩১৬৬০৮০৮৭
তারিখ ১৮/০৩/২০২৫ ইং
ই-মেইল sharminnazmul121@gmail.com.
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Notifications