পাপ্পু কুমার সরকার রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ
রাজবাড়ীর কালুখালী রেলষ্টেশন সংলগ্ন এলাকা থেকে ট্রেনে কাটা অজ্ঞত (৩৮) এক ব্যক্তির মরদেহ পুলিশ উদ্ধার করছে। আজ শনিবার সকাল ১১ টার দিকে রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশ এ মরদেহ উদ্ধার করে।
রাজবাড়ী রেলওয়ে এসআই মনির জানান, শনিবার ভোরের কোন এক সময় অজ্ঞাত ট্রেনে কাটা পরে ওই ব্যক্তিটি। স্থানীয়রা কালুখালী রেলষ্টেশন কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে অবহিত করে।
পরে থানা পুলিশের সদস্যরা মরদেহটি উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
তিনি রাত ৯টার দিকে জানান, পিপিআই-এর মাধ্যমে নিহতের পরিচয় উদ্ধার করা হয়েছে। তার নাম হাবিবুর রহমান। বাবা বানাত আলী। বাড়ী চুয়াডাঙ্গা জেলার দামুর হুদার তারিনিপুর গ্রামে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]