লিয়াকত রাজশাহী ব্যুরো,দৈনিক শিরোমণিঃ গতকাল বুধবার রাজশাহীতে গরু চুরির অপরাধে দুই নারী সহ এক ব্যক্তিকে আটক করেছে আরএমপি’র দামকুড়া থানা পুলিশ। এসময় আসামীদের হেফাজত হতে ১ টি চোরাই গরু উদ্ধার হয়।রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিকের নির্দেশে রাজশাহী মহানগরীকে অপরাধ মুক্ত রাখার লক্ষে কাজ করে যাচ্ছে আরএমপি।ঘটনা সূত্রে জানা যায়, গত ২ জুন ২০২১ সন্ধ্যা ৬.০০ টায় এএসআই মোঃ আল-আমিনের নেতেৃত্বে দামকুড়া থানা পুলিশের একটি টিম হরিপুর দরগাপাড়া মোড়ে বিশেষ চেকপোষ্ট ডিউটি করছিলো। এসময় গোদাগাড়ী হতে রাজশাহী অভিমূখে দুই নারী সহ এক ব্যক্তি ১টি গরু নিয়ে চেকপোস্ট অতিক্রম করার সময় কর্তব্যরত পুলিশের চোরাই গরু হিসেবে সন্দেহ হলে তাদেরকে আটক করে।আটককৃতদের জিজ্ঞাসাবাদে গরুর বিষয়ে তারা কোন সন্তোসজনক জবাব দিতে পারে না। একেক জন একেক ধরণের কথা বলে যার ফলে সন্দেহ আরো বেড়ে যায়। গরু চুরির বিষয়টি তাৎক্ষণিক অফিসার ইনচার্জ দামকুড়াকে অবহিত করেন।অফিসার ইনচার্জ দামকুড়া থানা বিষয়টি অফিসার ইনচার্জ গোদাগাড়ী থানাকে অবহিত করেন এবং চোরাই গরুসহ আটককৃতদের থানায় নিয়ে আসেন।আটককৃতরা হলো রাজশাহী মহানগরীর মতিহার থানার মেহেরচন্ডী বুথপাড়া গ্রামের মোঃ মোখছেদ আলীর ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৪৫), মৃত কচির মেয়ে মোসাঃ আরজুনা বেগম (৪০) এবং মৃত আয়েন সরকারের মেয়ে মোসাঃ রেনুকা বেগম (৩৮)।গোদাগাড়ী থানা পুলিশের নিকট মোঃ মাসুম আলী নামের জনৈক ব্যক্তি উদ্ধারকৃত গরুর মালিককানা দাবী করে। পরবর্তীতে উদ্ধারকৃত গরু ও গ্রেফতারকৃত আসামীদের গোদাগাড়ী থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
৯ views