রাজশাহী প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ মোঃ আবু কালাম সিদ্দিক রাজশাহী মহানগরীতে পুলিশ কমিশনার হিসেবে যোগদানের পরপরই বলেছিলেন “রাজশাহী মহানগরীকে নিরপাত্তার চাদরে ঢেকে ফেলা হবে। মহানগরীতে কোন অপরাধ থাকবে না।এরি ধারাবাহিকতায়, রাজশাহী মহানগর ডিবি বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর বোয়ালিয়া থানার ফিরোজাবাদ এলাকার একতা সমাজ কল্যাণ কার্যালয়ে অভিযান চালায়। এ সময় জুয়া খেলা অবস্থায় সেখান থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়।এছাড়া ডিবি পুলিশের আরেকটি দল রাতে নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া বিভাগীয় স্টেডিয়াম রোড সংলগ্ন আনসার লজ নামের সাততলা একটি বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।এই পাঁচজন হলেন- সামির হোসেন (৩৬), মো. সম্রাট (৩২), জাহাঙ্গীর হোসেন (৩৮), রাশেদ আহম্মেদ (৩০) ও জুয়েল রানা (৩০)। একতা সমাজ কল্যাণ কার্যালয় থেকে গ্রেপ্তার আটজন হলেন- শাওন হোসেন (২০), জয়নাল আবেদীন (৩৪), ইসমাইল হোসেন (২১), শাহানুর ইসলাম (২৮), নাইম হাসান (২৮), মো. সনি (২০), আবদুল মজিদ (৪০) ও মো. মিলন (২৯)।এই আট জুয়াড়ির কাছ থেকে নগদ টাকা ও তাস জব্দ করা হয়েছে। এদের বিরুদ্ধে শুক্রবার সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এরপর দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
৪২ views