লিয়াকত, রাজশাহী প্রতিনিধি : নতুন বিশ্বে নতুন বেতার-বিবর্তন, উদ্ভাবন ও সংযোগ এই প্রতিপাদ্যে সামনে রেখে শনিবার বিশ্ব বেতার দিবস উদযাপিত হয়েছে। এই উপলক্ষে বাংলাদেশ বেতার, রাজশাহীর কাজিহাটাস্থ বেতার ভবন চত্বরে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোঃ হাসান আকতার, আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, রাজশাহী এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুর রহমান বাদশা, সিনিয়র সভাপতি, মহানগর আওয়ামীলীগ, সাবেক অধ্যক্ষ কোর্ট কলেজ, রাজশাহী এবং প্রফেসর ড. সাইফুদ্দীন চৌধুরী, ডিন, রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নাটোর।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ আবু কালাম সিদ্দিক বেতারের গুরুত্ব তুলে ধরে তার বক্তব্যে বলেন, বেতার একটি পুরাতন গণমাধ্যম। বেতারের মাধ্যমেই বঙ্গবন্ধুর ০৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ও স্বাধীনতার ডাক সারা বাংলাদেশের মানুষের নিকট পৌছিয়ে যায়। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ বেতারের ভূমিকা অনন্য। বেতারের মাধ্যমে বেতার যোদ্ধারা বিভিন্ন জাগরণী গান, গল্প নাটকের মাধ্যমে মুক্তিকামী বাঙ্গালীকে স্বাধীনতা যুদ্ধে উদ্বুদ্ধ করেন। তিনি আরো বলেন, রাষ্ট্রীয় সংবাদ, আইন-শৃংখলা রক্ষা নির্দেশনা, দূর্যোগ বার্তা প্রচারে বেতার অনন্য ভূমিকা রেখে চলেছে। রাজশাহী মহানগরীর বিভিন্ন আইন শংখলা রক্ষায় বিধিনিষেধ প্রচারের জন্য রাজশাহী বেতারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সর্বপরি বেতার দিবসের সফলতা করে তিনি তাঁর বক্তব্য শেষ করেন। অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৩ views