রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২২ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১ | ১৯ জমাদিউস সানি ১৪৪৬
রাজশাহীতে নিখোঁজের ৪ দিন পর মরদেহ উদ্ধার
লিয়াকত রাজশাহী ব্যুরোঃ রাজশাহীতে নিখোঁজের চারদিন পর শমসের শেখ (২০) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ১০ টার দিকে দেওপাড়া ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের একটি পরিত্যক্ত ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়।
রাজশাহী মহানগরীর কোর্ট বাজার এলাকায় নিহত শমসের শেখের বাড়ি। তিনি ওই এলাকার চাঁদ মিয়া শেখের ছেলে বলে জানিয়েছে কাশিয়াডাঙা থানা পুলিশ।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়া বলেন, আজ সকালে দেওপাড়া ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের ডোবার মধ্যে এক ব্যক্তির মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেটি উদ্ধার করে। পরে তার পরিচয় শনাক্ত করা হয়। এ সময় জানা যায়, তিনি পেশায় রিকশাচালক। গত ২৪ ফেব্রুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার পরনে ছিল লুঙ্গি ও শার্ট।
তার পরিবারের লোকজন পুলিশকে জানান, গত ২৪ ফেব্রুয়ারি রাতে রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে না পেয়ে গত ২৫ ফেব্রুয়ারি রাতে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙা থানায় একটি অপহরণের মামলা দায়ের করেন।
এদিকে, মহানগরীর কাশিয়াডাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, ‘মরদেহ দেখে অনুমান করা যাচ্ছে, ৩/৪ দিন আগেই তাকে ডোবায় ফেলা হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি শমসের শেখ নিখোঁজ হওয়ার পরে ২৫ ফেব্রুয়ারি অপহরণ মামলা দায়ের করে তার পরিবার। এ মামলায় তিনজন আসামিকেও এরইমধ্যে গ্রেফতার করা হয়েছে। পরে তার ব্যাটারিচালিত অটোরিকশাটিও উদ্ধার করা হয়। বর্তমানে মামলাটি তদন্ত করে দেখা হচ্ছে। ’
ওই অপহরণ মামলাটি এখন হত্যা মামলায় রূপ নেবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.