রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
রাজশাহীতে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন জেলা প্রশাসক
লিয়াকত ব্যুরো চীফ রাজশাহী,দৈনিক শিরোমণিঃ
করোনাভাইরাস এর বিস্তার ও প্রাদুর্ভাবের ফলে অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে কালেক্টরেট ক্লাবের পক্ষ থেকে ৩০০ জনকে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন জেলা প্রশাসনের সম্মানিত জেলা প্রশাসক আব্দুল জলিল। মঙ্গলবার ( ২ জুন ) সকাল ১১টায় রাজশাহী রিভারভিউ কালেক্টরেট স্কুল মাঠে জেলা কালক্টরেট ক্লাবের আয়োজনে উপহার বিতরণ করেন জেলা প্রশাসক আব্দুল জলিল। এই উপহার ব্যাগে ছিল ১৫ কেজি সাদা ভাতের চাল। উপহার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল জলিল বলেন , চলমান করোনা যুদ্ধে খাবার নিয়ে ভয় পাবেন না, সরকার আপনাদের সাথে আছে। তবে এই মহামারির শুরু থেকে আমাদের সরকার তথা জননেত্রী শেখ হাসিনা অনেক সচেতন থেকে করোনা মোকাবেলা করেছেন যা আপনারা দেখেছেন।আমাদের পার্শবর্তী দেশ ভারতের অবস্থা খুবই খারাপ। করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট বর্তমানে বাংলাদেশে ঢুকে পড়েছে। তাই সবাইকে খুব সাবধানে থাকতে হবে। মাক্স ছাড়া কেউ বের হবেন না। পরবর্তীতে দেশের অবস্থা বিবেচনা করে আরও কর্মসূচি হাতে নেওয়া হবে।এই সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আবু আসলাম, ত্রাণ ও পুনর্বাসন অফিসার আমিনুল হক, মিডিয়া মুখ্যপাত্র অভিজিৎ সরকার, রিভার ভিউ কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষিকা মনোয়ারা পারভিন, কালেক্টরেট ক্লাবের মাসুদুল করিম, সেলিম রেজা, আবু সালেহ ইয়াসিন, জামান সিকদার, সাহাবুল ইসলাম সহ অন্যান কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.