রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ১৯ জানুয়ারি ২০২৫ | ৫ মাঘ ১৪৩১ | ১৮ রজব ১৪৪৬
রাজশাহীতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে বিক্ষোভ
লিয়াকত রাজশাহী ব্যুরো,দৈনিক শিরোমণিঃ
রাজশাহীতে মানববন্ধন, অবস্থান কর্মসূচী ও রাজপথে প্রতীকী ক্লাসের পর এবার পাঁচ কিলোমিটার পায়ে হেটে বিক্ষোভ মিছিল করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৭ মে) সকাল সাড়ে ১০টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে মিছিল নিয়ে এ পদযাত্রা শুরু করেন তারা। মিছিলটি নগরীর তালাইমারি মোড় হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গেটে গিয়ে শেষ হয়।কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদ, রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না, করোনাজয়ী সাংবাদিক আমানুল্লাহ আমান। এতে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহব্বত হোসেন মিলন, রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাদিম সিনা, খাদিজা ইসলাম, মাহবুবা খাতুন, শিরোইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মাসুদ রানাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্লোগান দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জোরালো দাবি জানান তারা।মিছিল শেষে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা গেটে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ। একই বিভাগের শিক্ষার্থী জান্নাতুল সাবিরার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে শিক্ষাথর্ীরা বক্তব্য প্রদান করে সরকারের কাছে তাদের দাবি তুলে ধরেন। সমাবেশে শিক্ষাথর্ীরা বলেন, জাতির মেরুদণ্ড ভেঙ্গে দিয়ে দেশের এ কেমন উন্নয়ন? শিক্ষা ব্যবস্থা অচল হলে কোনো কিছুরই মূল্যায়ন হয় না। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় দেশের শিক্ষা সেক্টর ধ্বংসের পথে। যা ছাত্রমসমাজ কখনোই মেনে নিতে পারে না। বঙ্গবন্ধুর এ বাংলাদেশে অবশ্যই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। আর সেজন্য খুলে দিতে হবে সকল শিক্ষাপ্রতিষ্ঠান। অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দিলে রাজপথে লাগাতার আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষাথর্ীরা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.