রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ১৯ জানুয়ারি ২০২৫ | ৫ মাঘ ১৪৩১ | ১৮ রজব ১৪৪৬
রাজশাহীতে হেরোইন পাচারকালে হেরোইনসহ ১ ব্যক্তি আটক
লিয়াকত রাজশাহী ব্যুরো,দৈনিক শিরোমণিঃ রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ অভিযানে অভিনব কৌশলে হেরোইন পাচারকালে ৫০ গ্রাম হেরোইনসহ ১ ব্যক্তিকে আটক করা হয়। ঘটনা সূত্রে জানা যায়, আরএমপি গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচলনা করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দামকুড়া থানার আলীমগঞ্জ জবির মোড়ে জাহাঙ্গীর আলমের দোকানের সামনে পাকা রাস্তার উপর একজন ব্যক্তি হেরোইন পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে।উক্ত সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আমিনুর রহমান ও তার টিম গতকাল শুক্রবার দুপুর ১.৫০ টায় দামকুড়া থানার আলীমগঞ্জ জবির মোড়ে অভিযান চালিয়ে ঐ ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার ব্যবহৃত স্যান্ডেলের তলার ভিতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।আটককৃত হলো রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দিয়ার মানিকচক গ্রামের মোঃ অবেদুল্লাহর ছেলে মোঃ বাদশা আলী (৩৮)।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.