লিয়াকত রাজশাহী ব্যুরো,দৈনিক শিরোমণিঃ রাজশাহীতে ৫৮ গ্রাম হেরোইনসহ ২ ব্যক্তিকে আটক করে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।রাজশাহী মহানগর এলাকাকে মাদক মুক্ত ও চোরাচালান নির্মূল করার লক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গত ৩ জুন ২০২১ মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান রোধ ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মতিহার থানার ধরমপুর এলাকার মাদক ব্যবসায়ী লালন তার বাড়ীর সামনে নেশা জাতীয় মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।ডিবি পুলিশের ঐ টিম ঘটনাস্থলে পৌঁছা মাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে আটককৃত আসামী মোঃ নিজাম উদ্দিন ডাকু(৩৮) ও মোঃ লালন লালু(৩৫)আসামী পালানোর চেষ্টা করে। পরবর্তীতে এসআই মোঃ ছয়ফুল ইসলাম তার টিমের সদস্যদের সহায়তায় তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ৫৮ গ্রাম হেরোইন উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
৩ views