চারঘাট প্রতিনিধি মোঃ মোহায়মেনউল (স্বপন)ঃ রাজশাহীর চারঘাট উপজেলার বালুদিয়াড় গ্রামে বিস্কুট ফ্যাক্টরীতে অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল আনুমানিক ১০টায় মামাভাগ্নে বিস্কুট এন্ড ব্রেড ফ্যাক্টরীতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই ফ্যাক্টরিতে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ফ্যাক্টরীর মালিক মোঃ ইদ্রিস জানান, প্রতিদিনের ন্যায় রাতে ফ্যাক্টরী বন্ধ করে বাড়িতে চলে যাই। প্রত্যাক শুক্রবার ফ্যাক্টরী বন্ধ থাকে। ফ্যাক্টরীতে আগুন লেগেছে জানতে পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিস ও চারঘাট ফায়ার সার্ভিসকে সাথে সাথে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসতে আসতে প্যাক্টারিতে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লাক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। পুঠিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ আনিসুর রহমান ও চারঘাটের স্টেশন অফিসার মোঃ মোজাম্মেল হক সহ উভয় ইউনিটের মোট ৯জন করে মোট ১৮ জন যৌথ ভাবে আগুন নেভানোর জন্য চেষ্টা করে প্রায় ২০/২৫ মিনিট পরে আগুন নিয়োন্ত্রনে আনতে সক্ষম হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, বৈদুতিক শক সার্কিট থেকে এই আগুনের সুত্রপাত হয়।