মোঃ সুমন, বিশেষ প্রতিনিধি, রাঙামাটি: রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের আরাছড়ি মুখ এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই জোন ২৩ বেঙ্গলের অধিনায়কের নির্দেশনায় এবং সেনাবাহিনী রাজস্থলী সাব জোন কমান্ডারের নেতৃত্বে গত ২৬ শে জুলাই মঙ্গলবার বেলা ২ ঘঠিকার সময় অভিযান চালিয়ে ১৬২ টুকরা অবৈধ সেগুনের রদ্দা কাঠ জব্দ করে সেনাবাহিনী। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাযায়,রাজস্থলী উপজেলার, ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের আরাছড়ি মুখ এলাকায় রাতের আঁধারে ধারে পাচারের উদ্যাশে কাঠ গুলো পরিবহন হলে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ সেগুনের রদ্দা গুলো আটক করতে সক্ষম হয় সেনাবাহিনী। এবং সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারি পালিয়ে যেতে সক্ষম হয়। আটক কৃত কাঠের আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা হবে বলে জানাগেছে। কাঠ পাচার রোধের বিষয়ে কথা হলে বন বিভাগের দায়িত্বরত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, আমাদের লোকবল সংকটের কারণে আমরা কাঠ পাচার রোধ করা সম্ভব হচ্ছে না বলে জানান । তবে আইন শৃঙ্খলাবাহিনীর সহযোগিতায় প্রতিদিন কাঠ পাচার রোধ অব্যাহত থাকবে।আটককৃত কাঠ গুলো রাজস্থলী সদর রেঞ্জে হস্তান্তর করা হয়েছে বলে রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান। দীর্ঘ দিন ধরে সেনাবাহিনীর কাঠ পাচার রোধে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]