রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
রাজস্থলীতে অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী
মোঃ সুমন, বিশেষ প্রতিনিধি: কাপ্তাই জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল আনোয়ার জাহিদ পি এস সি বলেছেন বাংলাদেশ সেনাবাহিনী এলাকার আইনশৃঙ্খলা রক্ষাকার পাশাপাশি আত্ সামাজিক উন্নয়ন সহ অসহায় মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই এলাকার সকল সম্প্রদায়ের মানুষ শান্তিতে ঘুমাবে এটাই সেনাবাহিনীর লক্ষ এবং উদ্দেশ্য । তিনি আরো বলেন অবৈধ অস্ত্রধারীরা কারো বন্ধু হতে পারেনা। তাই তাদেরকে প্রতিহত করতে এলাকার সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান
১০ মার্চ বৃহস্পতিবার সকাল ৯ ঘঠিকার সময় রাজস্থলী গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ের সামনে কাপ্তাই জোনের অটল ছাপ্পান্নের উদ্যোগে এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় গাইন্দ্যা পাড়ার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন আবিদ, রাজস্থলী আমি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেঃ সায়েম, লেঃ জাহাঙ্গীর , সিনিয়র ওয়ারেন্ড অফিসার মোহাম্মদ মাসুদ,গাইন্দ্যা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও হেডম্যান মংবাথোয়াই মারমা , বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন বেল্লাল সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা কারবারি গন উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রী বিতরণ কালে গাইন্দ্যা পাড়ায় অসহায় ৬০টি পরিবারের মাঝে চাউল,ডাউল,লবন, ময়দা, গেঞ্জি বিতরণ করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.