মিন্টু কান্তি নাথ (রাজস্থলী প্রতিনিধি) দৈনিক শিরোমণিঃ রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে। ১৭ মার্চ বৃহস্পতিবার সকাল ৯ ঘঠিকার সময় উপজেলা প্রশাসন , উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এবং রাজস্থলী থানা পুলিশের উদ্যেগে উপজেলা চত্বরে নির্মিত জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে অনুষ্ঠান সুচনা করা হয়।পরে উপজেলা চত্বর থেকে এক বণাঢ্য র্যালী বের হয় ।র্যালীটি উপজেলার উত্তর দক্ষিণ দিক প্রদিক্ষণ করে উপজেলা হলরুমে আয়োজিত আলোচনা সভা,মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধা সমাবেশে মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শান্তনু কুমার দাশ। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু ছালেহ, পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লা অং মারমা, ওসি জাকির হোসাইন, প্রাথমিক শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, কৃষি কর্মকর্তা মাহাবুব আলম রনি, উপজেলা আনসার ভিডিপির অফিসার আব্দুর ছাত্তার, নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া, যুব উন্নয়ন কর্মকর্তা সবিনয় চাকমা, তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ পাটোয়ারী, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লংবতি ত্রিপুরা, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী সরদার, রুহুল আমিন, চাঁদ আলী, সাংবাদিকসহ উপজেলা সরকারি বেসরকারি কর্মকর্তা, শিক্ষকগণ ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।