মিন্টু কান্তি নাথ, রাজস্থলী উপজেলা প্রতিনিধি: রাজস্থলী পবিত্র রমজান মাস উপলক্ষে সারাদেশে ১ কোটি নির্দিষ্ট উপকারভোগীদের কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবি’র সয়াবিন তেল, চিনি এবং মসুর ডাল বিক্রয় শুরু করা হয়েছে রাজস্থলীতে। এর অংশ হিসেবে রাজস্থলী গাইন্দ্যা ১২৬৩ পরিবার , ঘিলাছড়ি ১১৬৫ ও বাঙ্গালহারিয়া ইউনিয়নে ১৪১৩ পরিবার, টিসিবি’র পণ্য বিক্রি শুরু হয়৷ উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের পক্ষ থেকে উপজেলা চত্বরে এবং ঘিলাছড়ি ইউনিয়নে বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ।
এইসময় উপস্থিত ছিলেন গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা,ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা সহ ইউনিয়নে দায়িত্বরত ট্যাগ অফিসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা জীয়া উদ্দিন, উপজেলা প্রোগ্ৰাম অফিসার আরিফুল ইসলামসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্হিত ছিলেন। প্রতি কার্ডধারী তার কার্ডের বিপরীতে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি ও ২ কেজি মসুর ডাল টিসিবি নির্ধারিত মূল্যে কিনতে পারবেন বলে উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও শান্তনু কুমার দাশ জানান ১নং ঘিলাছড়ি ও ২ নং গাইন্দ্যা ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ সম্পন্ন হয়েছে এবং ৩০ মাচ বৃহস্পতিবার সকাল থেকে বাঙ্গালহালিয়া ইউনিয়নে ১৪১৩ জন মিলে উপজেলার তিন টি ইউনিয়নে সর্বমোট ৩ হাজার ৪ শত ৪১ জন কার্ডধারীকে টিসিবির পণ্য দেওয়া হচ্ছে বলে জানান । এই কার্যক্রমের মাধ্যমে স্বল্প আয়ের মানুষ পবিত্র রমজান মাসে কিছুটা স্বস্তি পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শান্তনু কুমার দাশ। ছবির ক্যাপশনঃ বাঙ্গালহালিয়া ৩নং ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করছেন ইউপি চেয়ারম্যান আদোমং মারমা।