মিন্টু কান্তি নাথ (রাজস্থলী) ঃ রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় দীর্ঘ বছর পর শ্রী শ্রী বাসন্তী মায়ের পূজার আর্থিক অনুদান প্রদান করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। ৮ এপ্রিল শুক্রবার সকাল ১০ ঘঠিকার সময় বাঙ্গালহালিয়া কুটুরিয়া শিব মন্দিরে পূজা মান্ডপ পরিদর্শনে গিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করেন জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা। এসময় উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ক্যাসাচিং মারমা মিলন, সুইচাপ্রু মারমা, সাংগঠনিক সম্পাদক হারাধন কর্মকার,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুইথুইমং মারমা, ইউপি সদস্য শিমুল দাস,ক্যসিংহ্লা মারমা, মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা পুলক চৌধুরী, বাসন্তী পূজা উদযাপন পরিষদের সভাপতি পলাশ সেন, সাধারণ সম্পাদক সুজন ঘোষ, সুজিত কর, মাসুম সরদার, মাসুম তালুকদার,কায়ুম হোসেন মিরাজ,সজল দাস,জনি তালুকদার প্রমুখ।
অনুদান বিতরণ অনুষ্ঠানে মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক হারাধন কর্মকার বলেন দীর্ঘ বছর পর এবারের বাসন্তী মায়ের পূজা পার্বত্য জেলা পরিষদ থেকে আর্থিক অনুদান হাতে পেয়েছি।মা অতিতে বাসন্তী মায়ের পূজায় সরকারি ভাবে কোন অনুদান পান নি বলে জানান। তাই মন্দির ও সমাজ পরিচালনা কমিটির পক্ষ থেকে জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]