মিন্টু কান্তি নাথ,রাঙ্গামাটি জেলা প্রতিনিধি: স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ, বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই স্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় উন্নয়নশীল দেশ উত্তরণ সংক্রান্ত জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত শীর্ষক আলোচনা সভা ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তীর মেলার সমাপনী অনুষ্ঠান উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে এক বণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলর উত্তর দক্ষিণ দিক প্রদিক্ষণ করে উপজেলা হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
২৪ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ ঘঠিকার সময় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও শান্তনু কুমার দাস।
প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, বিশেষ অতিথি ছিলেন রাজস্থলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু ছালেহ, উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লা অং মারমা,প্রাথমিক শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, কৃষি কর্মকর্তা মাহাবুব আলম রনি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জীয়া উদ্দিন উপজেলা আনসার ভিডিপির অফিসার আব্দুর ছাত্তার, নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া, যুব উন্নয়ন কর্মকর্তা সবিনয় চাকমা,এস আই ইয়াছিন, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, কারিতাস খাদ্য নিরাপত্তা প্রকল্পের মাঠ কর্মকর্তা সাধন বিকাশ চাকমা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লংবতি ত্রিপুরাসহ উপজেলা সরকারি বেসরকারি কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিদ্যালয়ের শিক্ষকগণসহ ছাত্র- ছাত্রীরা উপস্থিত ছিলেন।