রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বৃহস্পতিবার | ১৬ জানুয়ারি ২০২৫ | ২ মাঘ ১৪৩১ | ১৫ রজব ১৪৪৬
রাজস্থলীতে হেডম্যান- কারবারি সম্মেলনে অনুষ্ঠিত
মিন্টু কান্তি নাথ, (রাজস্থলী): রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই অটল ৫৬ বেঙ্গল এর ভারপ্রাপ্ত অধিনায়ক এর দিক নির্দেশনায় রাজস্থলী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মামুন আহমেদ এর নেতৃত্বে রাজস্থলী ক্যাম্প প্রাঙ্গনে হেডম্যান কার্বারী সম্মেলন অনুষ্টিত হয়েছে। সোমবার (২৩মে) সকালে রাজস্থলী ক্যাম্পে অনুষ্ঠিত হেডম্যান কারবারি সম্মেলনে ক্যাম্পের সাব জোন কমান্ডার প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠির আর্থসামাজিক উন্নয়নে সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ।তিনি আরো বলেন, আপনাদের সাহায্য নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই। দূর্গম এলাকার মানুষ যারা এখনো আধুনিকতার ছোয়া পায়নি তাদের আধুনিকতার ছোয়াই আলোকিত করতে চাই। ভবিষৎ সকলের জন্য উন্নয়নের ধারা অব্যহত থাকবে এবং পাহাড়ে সন্ত্রাসীরা যাতে মাথা উচু করে নিরহ পাহাড়ীদের অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা আদায় করতে না পাড়ে।তাই তাদের প্রতিহত করে শান্তি ফিরে আনতে হবে। সম্মেলনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, সিনিয়র ওয়ারেন্ড অফিসার সাইফুল ইসলাম, ১ নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমাসহ বিভিন্ন মৌজার হেডম্যান কার্বারী উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.