মিন্টু কান্তি নাথ, রাজস্থলী: রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।গত ১৮ মে গঠিত পরিচালনা কমিটি অনুমোদন দিয়েছেন বাজার চৌধুরী থোয়াইসুইখই মারমা। ৪বিশিষ্ট্য উপদেষ্টা কমিটি সহ ২১ বিশিষ্ট নব গঠিত কমিটির সভাপতি নির্বাচিত হন পুলক চৌধুরী , সিনিয়র সহ সভাপতি বদিউল আলম বদি,সহ সভাপতি ছালামত খান,কালামং মারমা, সাধারণ সম্পাদক অরুন সেন,সহ সাধারণ সম্পাদক সাহেদ হোসেন, অথ সম্পাদক নিটু চক্রবর্তী,সমম্বয়ক পুলক সাহা, দপ্তর সম্পাদক মংসাহলা রাখাইন,সহ দপ্তর সম্পাদক শাহ আলম, সদস্য মংক্যচিং মারমা, নুরুল হোসেন,মুন্সী মিয়া, দিদারুল আলম, মোঃ ফারুক,ছবুর শেখ, অঞ্জন ঘোষ, রনজিত চৌধুরী, তরিকুল ইসলাম, খোরশেদ আলম, এনায়েত হোসেন। উপদেষ্টা কমিটিতে রয়েছেন আহ্বায়ক জেবল হোসেন (বাছা), আজিজুল হক, বিশ্বনাথ চৌধুরী । সহকারী। বাজার চৌধুরী উয়েমং মারমার সার্বিক তত্ত্বাবধানে উপদেষ্টা কমিটির মতামত নিয়ে পরিচালনা কমিটি বাজার পরিচালনা করবেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]