এইচএম নবীন: বিশেষ প্রতিনিধি, ঝালকাঠি :ঝালকাঠির রাজাপুরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় সরকারি ও প্রতিষ্ঠানিক জলাশায়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।রবিবার বেলা ১১ টায় রাজাপুর উপজেলা পরিষদ চত্তরে সরকারি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি - ১ আসনের সংসদ সদস্য,গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং অনুমতি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বজলুল হক হারুন, এমপি। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান,উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান খাঁন,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু,সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর)সার্কেল মোঃ মাসুদ রানা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক , মেরিন ফিসারিজ অফিসার মাহামুদুল হাসান সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বৃন্দ। মাছের পোনা অবমুক্ত অনুষ্ঠান শেষে এমপি বিএইচ হারুন উপজেলায় বিভিন্ন দপ্তরে কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]