রাজারহাটে ওসি রাজু সরকার যোগদানে পর থেকে সাধারন মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একটি জেলা।এই জেলার সব চাইতে কাছের থানা রাজারহাট। রাজারহাট থানার ওসি রাজু সরকার মুজিব জন্মশতবর্ষ পালনে ব্যাপক দৃষ্টি নন্দন কর্মসুচী হাতে নিয়েছেন।থানার চারদিকে বেষ্টিত প্রাচীরের গায়ে সুন্দর রং করে প্রাচীরের গায়ে সুন্দর সুন্দর স্লোগান লেখেছেন সাধারণত মানুষ কে উজ্জীবিত করার জন্য। মুজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার। মাদক কে না বলি সুন্দর সুস্থ জীবন গড়ি। দালাল হতে সাবধান, ইত্যাদি নানা স্লোগানে ছুয়ে গেছে পুরো প্রাচীর। শুধু তাই নয় থানা ভবনের সামনে তৈরি করেছেন দৃষ্টিনন্দন ব্যাটমেন্টন খেলার মাঠ। নিজের বসার অফিস কে সাধারণ মানুষের কাছে আকর্ষনীয় করতে সাজিয়েছেন নানা রকম ফুলের টপ দিয়ে, তার যোগদানের পর থেকে রাজারহাট থানার সাধারন মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন রাজু সরকার। সুদর্শন চেহেরার অধিকারী রাজু সরকার পাচ ওয়াক্ত নামাজ পড়েন, কুরআন তেলাওয়াত করেন এবং সারারাত জেগে থাকেন, রাজারহাট থানার সাধারণ মানুষের জান মালের সুরক্ষায়। ভোরবেলায় বিশ্রামে যান সকাল ১০/১১টা থেকে আবার দিনের স্বাভাবিক কাজে ফিরেন। তিনি রাজারহাট থানায় আসার পর মামলার সংখ্যা ৮০% কমে গেছে। ছোটখাটো বিষয় গুলো তিনি নিজেই হস্তক্ষেপ করে মিটমাট করে দিচ্ছিন।অন্যদিকে মাদকমুক্ত রাজারহাট থানা গড়ার লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করছেন, বহুলাংশে কমে গেছে মাদক বেচাকেনা ও সেবন। অপরাধীদের জন্য আতংকের নাম হচ্ছে রাজু সরকার, অল্প সময়ে রাজু সরকার রাজারহাটবাসীর মণিকোঠায় স্থান করে নিয়েছেন।
রাজারহাট প্রেসক্লাবের সভাপতি সরকার অরুণ যদু বলেন রাজু সরকার আসলেই পুলিশের মধ্যে একজন অন্যন্য দৃষ্টান্ত স্থাপনকারী মানুষ। আমি এর আগে এমন পুলিশ অফিসার এই থানায় দেখিনি।
রাজু সরকারের মত পুলিশ অফিসার দেশের প্রত্যেক থানায় হলে সাধারণ মানুষ যেমন হয়রানিমুক্ত থাকবেন, তেমনি তাদের জান মালের সুরক্ষায় শতভাগ সুনিশ্চিত থাকবেন।