রাজারহাটে ধর্ষকদের দ্রুত কঠোর শাস্তির বিধান নিশ্চিত করার দাবী জানিয়ে মানববন্ধন
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি:
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে রাজারহাট বাজরে নারী ধর্ষন বন্ধ ও ধর্ষকদের কঠোর শাস্তির বিধান নিশ্চিত করার দাবী জানিয়ে মানব বন্ধন ও প্রতিবাদ সভা করেছে রাজারহাট স্টুডেন্টস এ্যাসোসিয়েশন।
এতে বক্তারা সম্প্রতি নোয়াখালি ও এম সি কলেজ সহ দেশের বিভিন্ন স্থানে সংঘঠিত ধর্ষন ও নারী নিযার্তনের সবোর্চ্চ শাস্তির দাবী,ধর্ষনের সবোর্চ্চ শাস্তির
আইন পাস এবং আদালা ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত শাস্তি কার্যকরের দাবী জানান।
মানব বন্ধনে বক্তব্য দেন, রাজারহাট স্টুডেন্টস এ্যাসোসিয়েশনের সভাপতি আবুল হাসনাত কানন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সুমন কুমার রায়,গণকমিটির সংগঠক আরিফ খন্দকার, চাকিরপশা ইউনিয়ন যুবলীগ সভাপতি অজয় কুমার সরকার, শামসুদ্দিন বসুনীয়া সুমন, মোশারফ হোসেন প্রমূখ।