রাজারহাটে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে,মরহুম ইসমাইল বসুনিয়া স্মৃতি নৌকাবাইচ ফাইনালখেলা অনুষ্ঠিত
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ডাংরারহাট বিদ্যানন্দ ইউনিয়নে মুজিব জন্ম শতবর্ষ উদযাপনে তিস্তানদীতে মরহুম ইসমাইল বসুনিয়া স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। তিনদিন ব্যাপী তিস্তানদী তে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ খেলা দেখতে হাজার হাজার মানুষের ঢল নামে। এই খেলায় নয় টি দল অংশ গ্রহণ করেন-পঙখীরাজ, রাজলক্ষী, দুরন্ত চিতা, পাগলা বাবা, মায়ের দোয়া, একতা এক্সপ্রেস, শেরে বাংলা, সীমাস্থ এক্সপ্রেস ও মহাজোট। শনিবার দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত এই নৌকা বাইচ ফাইনাল খেলা প্রতিযোগিতা চলে। দুরন্ত চিতা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, রানার্স আপ একতা এক্সপ্রেস ও তৃতীয় স্থান অধিকার করেন শেরে বাংলা। এর আগে মরহুম ইসমাইল বসুনিয়া স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী,চেয়ারম্যান রাজারহাট উপজেলা পরিষদ।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সাধারন সম্পাদক কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এ্যাডভোকেট রুহুল আমিন দুলাল, আহবায়ক কুড়িগ্রাম জেলা আওয়ামী যুবলীগ, আলহাজ্ব আব্দুস সালাম চাষী সভাপতি রাজারহাট উপজেলা আওয়ামীলীগ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম বসুনিয়া সভাপতি বিদ্যানন্দ ইউনিয়ন যুবলীগ বর্তমান ওই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সরকার অজয় কুমার সভাপতি চাকিরপশা ইউনিয়ন যুবলীগ, আসাদুজ্জামান আসাদ সাধারণ সম্পাদক রাজারহাট প্রেসক্লাব, আব্দুল হাকিম সবুজ সাংবাদিক, সদস্য রাজারহাট প্রেসক্লাব, ইব্রাহিম আলম সবুজ সাংবাদিক, সদস্য রাজারহাট প্রেসক্লাব, মাসুদ রানা সাংবাদিক, সদস্য রাজারহাট প্রেসক্লাব,মোবাশ্বের লিটন সাংবাদিক, সদস্য রাজারহাট প্রেসক্লাব। মরহুম ইসমাইল বসুনিয়া স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতার সার্বিক তত্তাবধায়ন ও পুরুস্কার বিতারনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাজুল ইসলাম চেয়ারম্যান বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদ সহ এনামুল হক চেয়ারম্যান রাজারহাট ইউনিয়ন পরিষদ প্রমুখ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]