রাজারহাটে মেয়াদ উত্তীর্ণ খাবার পণ্য রাখা ও বিক্রির অপরাধে পাচঁ ব্যবসায়ীর জরিমানা
রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি :কুড়িগ্রামের রাজারহাটে আজ ১২ নভেম্বরে নাগরিক সেবায় দোকান পরিষ্কার পরিচ্ছন্নতাসহ “নো মাস্ক ও নো সার্ভিস” সতর্কীকরণ চাট ,পণ্যে তালিকা ও মুল্যের চাট এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও রাখার দায়ে পাচঁজন ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।বৃহস্পতিবার দুপুর দুই ঘটিকায় উপজেলার ঘড়িয়াল ইউনিয়নের ঐতিহ্যবাহী সিংগারডাবড়ী হাটে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান সহকারী পরিচালক ভোক্তা অধিকার অধিদপ্তর কুড়িগ্রামের নেতৃত্বে হাটের মাংস বিক্রেতা আবু তাহেরকে একহাজার টাকা,চায়ের দোকান মালিক রফিকুল ইসলামকে এক হাজার টাকা,বাজারের ফল ব্যবসায়ী সাঈদুল ইসলাম মেয়াদ উত্তীর্ণ রুটি,বিস্কুট,পাউরুটি রাখার অপরাধে দুই হাজার টাকা,পার্শবর্তী কাশেম বাজারে অঞ্চলি টি এ্যান্ড হোটেল এক হাজারসহ অপর একটি গলামাল দোকান এক হাজার টাকা নগদ রশিদে পরিশোধ করেছেন প্রতি দোকান মালিক কর্তৃপক্ষ।এসময়ে সঙ্গে ছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক রাজারহাট আলহাজ্ব আব্দুল লতিফ,রাজারহাট থানার এসআই আব্দুল্যাহ নেতৃত্বে তিনজন পুলিশ সদস্য।