সোহেল সিকদার রাজৈর উপজেলা প্রতিনিধি: মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের কিশোরদিয়া গ্রামের মেম্বার হবি চৌকিদার বাড়ী থেকে বৃহস্পতিবার সকালে বাঘের বাচ্চা উদ্ধার করেছে এলাকার জনগণ।
জানাযায় কুকুর বাচ্চা বাঘটিকে ধাওয়া করলে এলাকাবাসীর নজরে আসে। এলাকাবাসী বাঘ বাঘ চিৎকার করলে এলাকাবাসী ছুটে আসে এবং কয়েক ঘন্টা চেস্টা করে মেসো বাঘটি ধরতে সক্ষম হয়। মেছো বাঘটি ধরার পর বিকাল পাচঁটার সময় রাজৈর উপজেলা বন কর্মকর্তা আব্দুর রব চৌধুরীর কাছে মেছো বাঘটি এলাকাবাসী হস্তান্তর করে। মেছো বাঘটি দেখার জন্য রাজৈর উপজেলার পার্শ্ববর্তী এলাকার একনজর দেখার জন্য লোকজন ছুটে আসে।