রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
রাজৈরে অটো চাপায় গুরুতর আহত কলেজ ছাত্রী
মো: সোহেল সিকদার রাজৈর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ রাজৈরের ইশিবপুর লুন্দি এলাকার সরকারি শেখ রাসেল কলেজের এক ছাত্রীকে অটো চাপা দেওয়ায় গুরুতর আহত হয় ওই ছাত্রী এর প্রতিবাদে ছাত্ররা সড়ক গাছের ডাল ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ ও প্রতিবাদ সমাবেশ করে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন ছাত্ররা।
ঘটনাটি ঘটেছে রাজৈরের সরকারি শেখ রাসেল কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্রী রত্না আক্তারের( ১৭) সাথে। আহত রত্না মাচকান্দি এলাকার তারা মিয়া শেখ,র মেয়ে।শিক্ষার্থীরা জানান, (৩ এপ্রিল) রোববার সকাল সারে নয়টার দিকে রত্না মাচকান্দি থেকে কলেজ যাওয়ার পথে অটোবাইকে ওঠে, পথিমধ্যে ভোটঘর ব্রীজ নামক এলাকায় এলে বেপরোয়া গতিতে অটো চালক অটো চালায়, এমন সময় গাড়ি থেকে ছিটকে পরে রত্না, অবস্থা বেগতিক দেখে সটকে করেন অটোচালক, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা দেন, রত্নার মাথায় ও হাতে জখম রয়েছে। এই ঘটনার সংবাদ কলেজে এলে প্রতিবাদ শুরু করে ছাত্রছাত্রীরা। পরে রাজৈর থানার অফিসার ইনচার্জ তদন্ত সঞ্জায় কুমার ঘোষ ঘটনাস্থলে এসে ছাত্রছাত্রীদের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন ছাত্ররা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.