1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:৪৪ পূর্বাহ্ন

রাণীনগরে কলেজ শিক্ষক পরিবারের সদস্যদের মারপিট

রাশেদুজ্জামান, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ৮ অক্টোবর, ২০২২

রাশেদুজ্জামান,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে জমি নিয়ে বিরোধের জেরে এক কলেজ শিক্ষক পরিবারের মা ও ছেলেকে মারপিট করে আহত করার অভিযোগের উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত বুধবার (০৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খট্টেশ^র ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে পরের দিন বৃহস্পতিবার রাস সাড়ে ১২টায় থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন প্রয়াত কলেজ শিক্ষকের স্ত্রী ভুক্তভোগী মোরশেদা আক্তার বানু।
অভিযোগ সূত্রে জানা যায়, রাণীনগর উপজেলার পলি বাহাদুর গ্রামের দেলোয়ার হোসেন রানীনগর শের-এ-বাংলা কলেজের প্রতিষ্ঠাকারী অধ্যক্ষ। পরবর্তীতে বিভিন্ন কলেজে অধ্যাপনা করে সর্বশেষ নওগাঁ সরকারী কলেজ থেকে অবসরগ্রহণ করে নওগাঁ শহরের উকিলপাড়ায় নিজ বাড়িতে বসবাস করছিলেন। তাঁর বড় ছেলে মুনতাসির হাসান ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজে ইংরেজী বিভাগের শিক্ষক। রাণীনগর উপজেলার খট্টেশ^র ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে প্রফেসর দেলোয়ার হোসেনের পৈত্রিক সূত্রে প্রাপ্ত জেএল নং ২৫, আর এস খতিয়ান নং ১১, হাল দাগ নং -৮২৫ মোতাবেক ৫৬ ডেসিঃ সম্পত্তি যার রকম ভিটামাটি রয়েছে। এ পর্যন্ত সেই সম্পত্তি তাদেরই ভোগদখলে রয়েছে। কিন্তু প্রফেসর দেলোয়ার হোসেন সম্প্রতি মৃত্যুবরন করলে তাদের শরীক মৃত লোমান হোসেনের স্ত্রী মঞ্জুআরা বিবি, তাদের পুত্র কন্যা মিলু, মনতেহেনা, মোসলেমা, রুলি, সারকী, লাভলী, লাকী, শিলু জনৈক মতোফাজ্জল হোসেনের পুত্র মোস্তাকের নেতৃত্বে উক্ত সম্পত্তির মালিকানা দাবী করে। দখলের লক্ষ্যে নানা সময় শিক্ষক দেলোয়ার হোসেনের পরিবারের উপর চাপ সৃষ্টি করে। এ নিয়ে বিভিন্ন বৈঠকে বসলে শিক্ষক পরিবারের উপর নানাভাবে অপমান ও অশালীনভাবে কথাবার্তা বলে হেয় করা হয়েছে। ৫ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে ঐ সম্পত্তির উপর জোরপূর্বক গাছ লাগানো হচ্ছে সংবাদ পেয়ে মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী মোরেশেদা আক্তার বানু ও তার বড় ছেলে খন্দকার মোবাশ্বর হাসানকে সাথে নিয়ে জমিতে গিয়ে তাদের বাধা দেন। এ সময় প্রতিপক্ষরা তাদের উপর লাঠিসোটা ইত্যাদি নিয়ে হামলা চালায়। এলোপাতারী মারপিট করে। শাড়ি ধরে ধরে টানা হেচড়া করে শ্লীলতাহানি করে। প্রতিহত করতে গিয়ে মোরশেদা আকতার বানুর বাম হাতের কব্জিতে প্রচন্ড আঘাত লাগে এবং হাড় ভেঙ্গে যায়। মাকে রক্ষা করতে এগিয়ে এলে ছেলে মোবাশ্বের হাসানকেও লাঠি সোটা দিয়ে বেধড়ক মারপিট করে। এ সময় মোরশেদা আক্তার বানুর গলায় থাকা ৪৫ হাজার টাকা মূল্যের সোনার চেইন এবং ছেলে মোবাশ্বের হাসানের গলায় থাকা ৩৫ হাজার টাকা মূল্যের আরেকটি সোনার চেইন ছিনতাই করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, তাদের পারিবারিকভাবে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এব্যাপারে মারপিটের একটি মামলা নেয়া হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

Facebook Comments
১৭ views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি