রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
রাত পোহালেই ঘাটাইলে ৭টি ইউপিতে ভোট গ্রহন
বিধান রায় (টাঙ্গাইল) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ ঘাটাইলে ৪র্থ ধাপে ৭টি ইউনিয়নে শঙ্কার ভোট আজ রোববার)। প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা নানা শঙ্কার মধ্যদিয়ে শেষ করেছে তাদের প্রচার-প্রচারণা। নির্বাচনী সহিংসতায় এরই মাঝে বিভিন্ন প্রার্থীর বেশ কিছু কর্মী সমর্থক আহত হয়েছেন। ফলে ভোটাররা অনেকটা ভীতি নিয়েই আসবেন ভোট কেন্দ্রে। কিন্তু প্রশাসন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর করতে নানা ব্যবস্থা গ্রহন করেছে। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজি: মো. সোহাগ হোসেন যুগান্তরকে বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষে থানা পুলিশ ছাড়াও মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ,র্যাব, বিজিবিসহ বিপুল সংখ্যক আনসার সদস্য। আইনশৃঙ্খলা রক্ষার্থে জেলাপ্রশাসনের তরফ থেকে স্ট্রাইকিংফোর্সের পাশাপাশি ৫ জন এক্সিকিউটিভ ম্যাজি: ও ৩ জন জুডিসিয়াল ম্যাজি: নিয়োগ দেয়া হয়েছে। ঘাটাইলের ৭ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ৪০জন। সাধারন সদস্য পদে ২৩৭জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে লড়ছেন ৭৮জন প্রার্থী। এতে মোট ভোটার ১লাখ ৬৫হাজার ৩৭৫ জন। এ নির্বাচনে ৭টি ইউনিয়ন পরিষদে ভোট হবে ব্যালটের মাধ্যমে। নির্বাচনে আওয়ামী লীগ ও অন্যান্য দলের পাশাপাশি লড়ছেন স্বতন্ত্র প্রার্থীরাও। এলাকার উন্নয়ন ও জনগণের স্বার্থে কাজ করবে এমন প্রর্থীকে নির্বাচন করা হবে বলে জানান সাধারণ ভোটাররা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.