রহমতউল্লাহ নওগাঁ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
নওগাঁর রানীনগর উপজেলার আতাইকুলা মধ্যপাড়া গ্রামে পাতাসি বিবি (২৭) নামে সৌদি ফেরত নারীর ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাতাসি বিবিসহ চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত পাতাসির স্বামী ওসমান আলী (৩৩) ও সতিন নার্গিস বিবি (২৮)কে আটক করেছে পুলিশ।পাতাসির ফুফাতো বোন শাপলা বিবি জানান, আত্রাই উপজেলার আন্দারকোটা গ্রামের আব্দুল করিমের ছেলে ওসমান আলীর (৩৩) দ্বিতীয় স্ত্রী পাতাসি বেগম। তিনি সৌদি আরব প্রবাসী। বিয়ের পর থেকেই স্বামী ও সতিনের সঙ্গে তার বিরোধ চলছিল। গত ৯ সেপ্টেম্বর পাতাসি বিবি সৌদি আরব থেকে বাড়ি আসেন। গতকাল পারিবারিক বিরোধের জের ধরে তার স্বামী ওসমান ও সতিন নার্গিসের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নার্গিস ভ্যানিটি ব্যাগ থেকে অ্যাসিডের বোতল বের করে পাতাসির ওপর নিক্ষেপ করেন। এ সময় পাতাসি ও প্রতিবেশী সাগরের মেয়ে খাদিজা আক্তার (৭), ইন্তাজ আলীর মেয়ে রিতা আক্তার (১৩) ও আজিজুর রহমানের ছেলে আকাশ হোসেন (৮) অ্যাসিড দগ্ধ হয়। পাতাসি ও খাদিজাকে রানীনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ সময় স্থানীয় লোকজন স্বামী ওসমান আলী ও সতিন নার্গিস বিবিকে আটক করে পুলিশে খবর দেয়। রানীনগর স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা কেএইচএম ইফতেখারুল আলম খাঁন জানান, অ্যাসিড দগ্ধ দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরিস্থিতি অবনতি হওয়ায় তাদের নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।রানীনগর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম বলেন, অ্যাসিড নিক্ষেপের ঘটনায় ওসমান ও নার্গিসকে আটক করা হয়েছে এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
৪ views