রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
রানীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার আপারেটরকে অপসারনের দাবীতে মানববন্ধন
ফজলুর রহমান, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শিক্ষকের অপসারণ না হলে ক্লাস বর্জনের দাবিতে ছাত্রছাত্রীদের বিক্ষোভ মানববন্ধনে উত্তাল রাণীশংকৈল.. রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর তৌহিদুলের অপসারণ চেয়ে রাজপথে ছাত্রছাত্রীরা।
ঠাকুরগায়ের রানীশংকৈলে আজ ৫ই মার্চ দুপুরে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে নারী লোভী কম্পিটার অপারেটর তৌহিদুলে অপসারন চেয়ে স্কুলেল ছাত্র/ছাত্রীরা রাজপথে দাঁড়িয়ে বিক্ষৌভ ও মানব বন্ধন করেছে।
তাদের দাবি ওই স্কুলের শিক্ষার্থীর সাথে দীর্ঘদিন যাবত প্রেমঘটিত সম্পর্ক গড়ে তোলেন তৌহিদুল। এক পর্যায়ে বিয়ের আশ্বাসে নিয়মিত শারিরীক সম্পর্কও স্হাপন করেন।
নারী লোভী যৌতুক লোভী ওই শিক্ষক ভুক্তভোগী ওই ছাত্রীকে বিয়ে না করে অন্যত্র বিয়ের সকল আয়োজন সম্পন্ন করেন। খবর পেয়ে ওই ছাত্রী বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে অনশন শুরু করেন। এসময় সে ছাত্রীকে নির্যাতন করা হয়।
এসময় সহপাঠীরা এগিয়ে আসলে তাদেরকেও অনেক নির্যাতন মারধোর করা হয় বলে জানান তারা।
পরিশেষে নিরুপাই হয়ে বিচারের দাবিতে ছাত্রছাত্রীরা বিক্ষোভ ও মানববন্ধনে কর্মসূচি ঘোষণা করে ইউএনও বরাবরে স্বারকলিপি প্রদান করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.