রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে প্রক্সি দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে আটক করা হয়েছে। মঙ্গলবার এ ইউনিটের প্রথম শিফটে সকাল ৯টায় পরীক্ষা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।আটক শিক্ষার্থীর নাম এখলাসুর রহমান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী। জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কুয়াতপুর গ্রামে তার বাড়ি।খোঁজ নিয়ে জানা গেছে, কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা চলাকালে ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে থেকে মূল পরীক্ষার্থী তামিম হাসান লিমনের পরিবর্তে ৫০ হাজার টাকার চুক্তিতে এখলাস প্রক্সি দিচ্ছিল। পরে তার গতিবিধি সন্দেহজনক ও ছবিতে মিল না থাকায় দায়িত্বরত শিক্ষকের সন্দেহ হয়। প্রক্সির সত্যতা মিললে প্রক্টরের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।প্রক্টর অধ্যাপক আসাবুল হক যুগান্তরকে বলেন, ভর্তি পরীক্ষা চলাকালে নিয়ম বহির্ভূতভাবে অন্যের পরীক্ষা দেওয়ার অভিযোগে ঢাবির এক শিক্ষার্থীকে আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশে দেওয়া হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]