সাখাওয়াত হোসেন সাকা, ব্যুরো প্রধান :
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৫নং চন্ডীপুর ইউনিয়নের দক্ষিন হরিশ্চর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে ‘বিট পুলিশিং সভা’ (বিট নং-০৮) অনুষ্ঠিত হয়।
উপজেলার ৫নং চন্ডীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব কামাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় এলাকাবাসির উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার, রায়পুর সার্কেল, স্পিনা রানী প্রামাণিক।
এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন ও জনাব কার্তিক চন্দ্র বিশ্বাস, পুলিশ পরিদর্শক (তদন্ত) রামগঞ্জ থানা।
সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দরা তাদের বক্তব্যে বলেন, একটি দেশ গঠনে আপামর জনগনের ভূমিকা অপরিসীম।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, পুলিশ-জনতা সম্পর্ক উন্নয়ন এবং জনগণের দৌড়গোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়ার মধ্য দিয়ে জনবান্ধব পুলিশিং সৃষ্টি করাই মূলত বিট পুলিশিং এর মূল লক্ষ্য। প্রতিটি নাগরিকের জন্য যথাযথ পুলিশি সেবার নিশ্চয়তা প্রদানের নিমিত্তে পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রত্যন্ত অঞ্চলে পুলিশের সেবা পৌঁছে দেওয়ার জন্যই বিট পুলিশিং সেবার প্রচলন। স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত এই সভায় তিনি বিটে বসবাসকারী সুনাগরিকগণকে মাদক, ইভটিজিং, জঙ্গী, দাঙ্গা, বাল্য বিবাহ সহ বিভিন্ন সামাজিক অপরাধ রোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহবান জানান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]