রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
রামপালে র্যাবের অভিযনে গণধর্ষণের মূলহোতাসহ আটক : ৮
মেহেদি হাসান নয়ন বাগেরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বাগেরহাটের রামপালে অভিযান চালিয়ে এক তরুনীকে গণধর্ষণের মূলহোতাসহ ৮ জনকে আটক করেছে র্যাব ৷ সোমবার (৯ মে) র্যাব ৬ এর একটি আভিযানিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে ৷র্যাব জানায়, ধর্ষনের শিকার তরুনী মোংলায় একটি গার্মেন্টসে শ্রমিক হিসাবে কর্মরত ৷ রবিবার (৮ মে) ২০২২ সন্ধ্যা সাড়ে ০৭ টার সময় সে গার্মেন্টস থেকে বাড়ি ফেরার সময় তার বন্ধু হৃদয় কে সাথে নিয়ে ভাগা হতে চেয়ারম্যানের মোড় হেঁটে যাওয়ার পথে মোঃ আবুল কালাম আজাদ ওরফে শুকুর ও মোঃ আসলাম শেখ সহ তাদের সহযোগী ৭/৮ জন আসামীরা ভিকটিমকে জোরপূর্বক পাশের পরিত্যক্ত একটি মাদ্রাসার মাঠে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
এ সময় তারা হৃদয়কে আটকে রেখে মারধর করে ৷ পরে ওই তরুনী চিৎকার চেচমেচি করলে আসামীরা দ্রুত পালিয়ে যায়। বিষয়টি ভিকটিমের মা জানতে পেরে তাৎক্ষণিক র্যাব-৬ কে জানায় । এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীদের অবস্থান নিশ্চিত করে রামপাল থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৮ জনকে আটক করে ৷ আটককৃতরা হলো মালিডাঙ্গা গ্রামের মোঃ আবুল হোসেন জোমাদ্দারের পুত্র মোঃ আবুল কালাম আজাদ ওরফে শুকুর (২৪), কিসমত ঝনঝনিয়া গ্রামের আব্বাস আলী শেখ এর পুত্র মোঃ আসলাম শেখ(২২), ঝনঝনিয়া গ্রামের মোঃ মজিবর শেখ এর পুত্র মোঃ জনি শেখ (১৮), একই গ্রামের হযরত আলী শেখ এর পুত্র মোঃ মারুফ বিল্লা (২২), মালিডাঙ্গা গ্রামের মোঃ মোজাহের শেখ এর পুত্র মোঃ হাসান শেখ(২০), আব্দুল আজিজ শেখ এর পুত্র মোঃ রাসেল শেখ(২২), ঝনঝনিয়া গ্রামের আজিবর গাজীর পুত্র মোঃ হোসেন গাজী(১৮), ইয়াকুব আলী শেখ এর পুত্র মোঃ রাজু শেখ(২৪) ৷ এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃত আসামীদের বাগেরহাট জেলার রামপাল থানায় হস্তান্তর করে আসামীদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়েরের প্রস্তুতি চলছিল ৷
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.