রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় ৫ জন ও উপসর্গ নিয়ে ১৪ জন মারা গেছেন। এর মধ্যে রাজশাহী ও পাবনার ৬ জন করে, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন এবং, নাটোর ও নওগাঁর ২ জন করে প্রাণ হারিয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। এ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ৪৫ দিনে মোট ৬২০ জন মারা গেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ৬৫০ জনের আর করোনা শনাক্ত হয়েছে ১৬৮ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৫.৮৪%।
এ ছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দফায় দফায় ওয়ার্ড ও শয্যা সংখ্যা বাড়ানোর পরও উপচে পড়ছে রোগীর সংখ্যা। এখানে করোনা ইউনিটে ২০টি আইসিইউসহ শয্যা সংখ্যা রয়েছে ৪৫৪টি এরমধ্যে রোগী ভর্তি রয়েছে ৫০৭ জন আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫৬ জন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]