মোঃ আকরাম হোসাইন (লহ্মীপুর জেলা প্রতিনিধি):রায়পুরের কেরোয়া দরগাখোলা এলাকায় ফায়ার সার্ভিস কর্মকর্তার ফাঁকা বসত ঘরে হামলার অভিযোগ নিজ চাচাতো ভাইয়ের কামরুলের বিরুদ্ধে-----
৬নং কেরোয়া ২ নং ওয়ার্ড দরগাখোলা চুন্নি মিঝি বাড়ির বাসিন্দা ফায়ার সার্ভিসে কর্মরত জনাব নূর মোহাম্মদ এর বসত ভিটায় গতকাল দুপুরে অতর্কিত হামলা হয় ।
হামলাকারী অভিযুক্ত কামরুল সম্পর্কে নূর মোহাম্মদ এর বড় ভাই তছলিম উদ্দীন এর ছোট ছেলে ।
উল্লেখ্য যে দীর্ঘদিন থেকে জমি জমা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ, স্থানীয় ইউপি সদস্যরা অনেক চেষ্টা করেও সমাধান দিতে ব্যর্থ হয়েছে ।
ঘটনার ৪/৫ দিন পূর্বে জনাব নূর মোহাম্মদ এবং তার একমাত্র ছেলে মেহেদী হাসান ফায়ার সার্ভিসে কর্মরত থাকায় তাদের ছুটি শেষ হয়ে যায় এবং তারা তাদের কর্মস্থলে ফিরে যায় । এ সুযোগে গত ১ মার্চ দুপুরবেলা নূর মোহাম্মদ এর স্ত্রীকে ঘরে একা পেয়ে বড় ভাই তছলিম উদ্দীন নিজে উপস্থিতি থেকে ছোট ছেলে কামরুলকে দিয়ে হামলা চালায় বলে জানা যায়।
এক পর্যায়ে ধারালো দা দিয়ে ঘরের দরজা, আলমারি সহ বেশ কিছু জিনিস পত্র ভাংচুর করে কামরুল ।
এক পর্যায়ে তাকে বাধা দিতে গেলে সে মাহফুজা বেগমের উপর চওড়া হয় এবং এলোপাতাড়ি কিল, ঘুষি দিতে থাকে বলে এলাকাবাসি জানায়।তাৎক্ষণিক মাহফুজা বেগম জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় ।
খবর পেয়ে আশেপাশের মানুষ ছুটে আসে, আর তৎক্ষণাৎ অভিযুক্ত তছলিম উদ্দিন ও তার ছেলে কামরুল পালিয়ে যায় ।
পরের দিন মাহফুজা বেগম নিজে বাদী হয়ে রায়পুর থানায় মামলা দায়ের করেন ।
রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া মুঠোফোনে জানায় মামলা হয়েছে থানায়, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]