রাশিয়াকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বেলজিয়ামের ব্রাসেলসে কলম্বিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
যুদ্ধ কিংবা আগ্রাসন নয়, কূটনৈতিক সম্পর্ক জোরদারের মাধ্যমেই ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠা এখনো সম্ভব মনে করেন ন্যাটো বাহিনীর প্রধান।
ন্যাটো প্রধান বলেন, ‘সীমান্তে সামরিক উপস্থিতি না বাড়িয়ে রাশিয়ার আলোচনার টেবিলে বসা উচিত। বুধবারের (১৬ ফেব্রুয়ারি) পর বোঝা যাবে যুদ্ধ নাকি শান্তির পথে হাঁটছে রাশিয়া।’
তিনি বলেন, ‘ইউক্রেন সীমান্তে রাশিয়ার ভারী অস্ত্রশস্ত্রসহ সেনা মোতায়েন একদম অযৌক্তিক। সবার আগে রাশিয়াকে আগ্রাসী পথ ত্যাগ করতে হবে। কথায় কথায় ইউক্রেনকে হুমকি দেওয়া থেকে সরে আসতে হবে। ন্যাটো বিশ্বাস কররে দুদেশের বিরোধ নিরসনে শান্তি আলোচনার কোনো বিকল্প নেই।’
ইউক্রেনে রুশ হামলার শঙ্কার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী, অতিরিক্ত মার্কিন সেনাদল পোল্যান্ডে পৌঁছেছে। ন্যাটো সদস্যদের নিরাপত্তার অংশ হিসেবে এ সেনা মোতায়েন করেছে পেন্টাগন।
খবর রয়টার্স
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]