রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান গাজপ্রম বলেছে তারা লাটভিয়াতে গ্যাস সরবরাহ বন্ধ করেছে। ইউক্রেন নিয়ে উত্তেজনার মধ্যে ইইউর আরেকটি দেশ হিসেবে এ অভিজ্ঞতার সম্মুখীন হলো বাল্টিক রাষ্ট্রটি।গাজপ্রম লাটভিয়াকে ক্রয়ের শর্ত লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে। তবে সেই কথিত লঙ্ঘনের কোনো বিবরণ দেয়নি।লাটভিয়া প্রাকৃতিক গ্যাস আমদানির জন্য প্রতিবেশী রাশিয়ার ওপর নির্ভরশীল। কিন্তু দেশটির জ্বালানি খরচের মাত্র ২৬ শতাংশ গ্যাস।ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলো অভিযোগ করছে, পশ্চিমা নিষেধাজ্ঞার প্রতিশোধ হিসেবে রাশিয়া গ্যাস রপ্তানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। সূত্র : বিবিসি
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]