দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আইন অনুযায়ী ২৩ জানুয়ারি থেকে আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করবে নির্বাচন কমিশন (ইসি)। রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে আগামীকাল মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের বৈঠক রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম জানান, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণাকে সামনে রেখে মঙ্গলবার দুপুর দুইটায় স্পিকার ও সিইসির মধ্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আমরা সংসদ সচিবালয় থেকে সময় পেয়েছি। সাক্ষাতে বিস্তারিত আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেব।দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করতে যাচ্ছে ইসি। বিশেষ করে ১ ফেব্রুয়ারি ছয়টি সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার। ফলে তাদের ভোটার হওয়ার আগে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের পর তারা শপথ নেবেন। তবে ১ ফেব্রুয়ারির আগে নাকি পরে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে- সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]